যশোর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
যশোর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু |
যশোর কেন্দ্রীয় কারাগারে ইউনুস আলী(৫৭) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
ইউনুস আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাশ পশ্চিমপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
২০১১ সালে একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে ২০১২ সাল থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আহমেদ বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে ইউনুস আলী বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সূএ: বাংলা নিউজ টুয়েন্টিফোর
No comments