করোনা চিকিৎসায় উর্বশীর ৫ কোটি রুপি অনুদান
করোনা চিকিৎসায় উর্বশীর ৫ কোটি রুপি অনুদান |
করোনা ভাইরাস প্রতিরোধে জন্য ভারতের সরকার এবং অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। এবার সে খাতায় নাম লেখালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। তিনি সম্প্রতি ৫ কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন ।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের ফ্রি ভার্চুয়াল নৃত্যের মাস্টারক্লাস পরিচালনা করেছেন উর্বশী। টিকটকের মাধ্যমে এই নৃত্যের মাস্টারক্লাস ১৮ মিলিয়ন দর্শক যুক্ত হয়েছেন। সেখান থেকে তিনি ৫ কোটি রুপি পেয়েছেন, আর সেই টাকার পুরোটাই অনুদান হিসেবে দিয়ে দিয়েছেন তিনি।
এ নিয়ে উর্বশী বলেন,আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু অভিনেতা, রাজনীতিবিদ বা সংগীতশিল্পীদের কাছেই না, সাধারণ মানুষের কাছেও। এমন দুঃসময়ে সবার একসঙ্গে হয়ে কাজ করা উচিৎ।
এদিকে সম্প্রতি উর্বশীর 'বিট পে ঠুমকি' শিরোনামের একটি ভিডিও গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটি মুক্তির অপেক্ষায় থাকা 'ভার্জিন ভানুপ্রিয়া' নামে একটি ছবির গান।
No comments