যশোরে ছাদ থেকে পড়ে শফিউল্লাহ নামে এক শিশুর মৃত্যু - Jashore24.com

শিরোনাম

যশোরে ছাদ থেকে পড়ে শফিউল্লাহ নামে এক শিশুর মৃত্যু

 যশোরে ছাদ থেকে পড়ে শফিউল্লাহ নামে এক শিশুর মৃত্যু
 যশোরে ছাদ থেকে পড়ে শফিউল্লাহ নামে এক শিশুর মৃত্যু

যশোরে ছাদ থেকে পড়ে শফিউল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার শহরের ষষ্ঠিতলা এলাকার তিনতলা বাড়ির ছাদের ওপর থেকে সে পড়ে যায়।

নিহতের ভাই খলিল উল্লাহ জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে শফিউল্লাহ বাড়ির ছাদে ওঠে। ছাদে কোন রেলিং ছিল না। বর্ষার পানিতে ছাদ পিচ্ছিল হয়ে আছে। এ অবস্থায় ছাদের উপর হাটাহাটি করার এক পর্যায়ে পা পিছলে পড়ে যায়। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে শফিউল্লাহর মৃত্যু হয়।

শফিউল্লাহ যশোর ষষ্ঠিতলাপাড়ার বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জাকির উল্লাহর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: প্রতিদিনের কথা

No comments

close