যশোরে সনাক্ত ৫ জনের ৪জনই সদরের
যশোরে ৫ জন করোনা পজেটিভ বলে শনাক্র হয়েছে। মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের দেওয়া ফলাফলে এই তথ্য জানানো হয়। ৫জনই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা করেছিলেন। এর মধ্যে একজনের বাড়ি ঝিনাইদহ মহেশপুর উপজেলার লাটিমা বাজার। একজনের বাড়ি রেলগেট ও একজনের রুপদিয়া। বাকি দুজনই যশোর ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের স্বাস্থ্য সেবী। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ।
সোমবার যবিপ্রবি ল্যাবে মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৩২টি, ঝিনাইদহের ২১টি, মাগুরার ৩৬টি এবং চুয়াডাঙ্গার ৬২টি নমুনা ছিল। ফলাফলে দেখা যায় যশোরের ৩২টির মধ্যে পাঁচটি, ঝিনাইদহের ২১টির মধ্যে একটি, মাগুরার ৩৬টির মধ্যে চারটি এবং চুয়াডাঙ্গার ৬২টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ। বাদবাকি ১৩৬টি নমুনার ফল নেগেটিভ হয়।বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: রাতদিন সংবাদ
No comments