যশোরের প্রবেশমুখসহ ৩৫ স্পটে পুলিশি চেকপোস্ট
যশোরের প্রবেশমুখসহ ৩৫ স্পটে পুলিশি চেকপোস্ট |
অদ্য ১৯/০৫/২০২০ খ্রিঃ যশোর শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা মোড়ে বসানো হয় পুলিশ চেকপোস্ট।
উক্ত চেকপোস্ট তদারকি করেন জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার "ক" সার্কেল, যশোর।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন, আমাদের এই চেকপোস্টের মুল উদ্দেশ্য হলো জনগণের অবাধ চলা-চল থেকে বিরত রাখা, যেহেতু নভেল করোনা ভাইরাসের এখনো কোন প্রকার ঔষুধ তৈরি হয়নি সুতরাং সামাজিক দূরত্ব ও ঘরে থাকার কোন বিকল্প নেই।
এছাড়া বাহির জেলা থেকে যশোরে যেন প্রবেশ করতে না পারে সেজন্য যশোর জেলার বিভিন্ন স্থানে আমরা এধরনে পুলিশ চেকপোস্ট বসিয়েছি।
এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশ যশোরের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
No comments