যশোরে নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে - Jashore24.com

শিরোনাম

যশোরে নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে

যশোরে নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে

যশোর জেলায় মোট ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিললো। যদিও একটি আন্তর্জাতিক গণমাধ্যমের ওয়েসসাইটে যশোরে আক্রান্ত বলে শনাক্ত রোগীর সংখ্যা দেখানো হচ্ছে ১০৯।

বুধবার পরীক্ষাগারে ২৮ জনের নমুনা পরীক্ষা করে জনের পজেটিভ রেজাল্ট পাওয়া যায়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার যশোর জেলা সিভিল সার্জন অফিস থেকে ২৮টি নমুনা সরবরাহ করা হয়। এসব নমুনা পরীক্ষা করে আজ বুধবার ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সকালে যশোর সিভিল সার্জন ও আইডিসিইআর বরাবর এই ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানাচ্ছেন, এই জেলায় এখন পর্যন্ত ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত হওয়াদের মধ্যে এখনো এই জেলায় কেউ মারা যাননি। দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোর মধ্যে যশোরেই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সূত্র: সূবর্ণভূমি

No comments

close