চৌগাছার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওসহ ২ ডাক্তার করোনা আক্রান্ত - Jashore24.com

শিরোনাম

চৌগাছার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওসহ ২ ডাক্তার করোনা আক্রান্ত



যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ (আরএমও) দুজন চিকিৎসক নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।

এদিকে এত সংখ্যক চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় চৌগাছা হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

এনিয়ে চৌগাছায় করোনা রোগী হলেন ১৪ জন। যার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন চিকিৎসক ও ৩ জন নার্স রয়েছেন।

এছাড়া আগের শনাক্ত গর্ভবতী নারীর (২৮) করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তার ডেলিভারি ডেট রয়েছে ৯ মে। এখন ওই নারীকে কোথায় সিজার করা হবে সেটি নিয়ে আলোচনা চলছে স্বাস্থ্য বিভাগে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গতকাল সোমবার হাসপাতালের ৫ জন চিকিৎসক ও স্টাফ, চৌগাছায় আগে শনাক্ত গর্ভবতী নারী এবং অন্য একজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে সোমবারই পরীক্ষা শেষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং অন্য একজন মেডিকেল অফিসার করোনা পজেটিভ হয়েছেন। তাছাড়া আগে সনাক্ত গর্ভবতী নারীর করোনা নেগেটিভ এসেছে।

এরআগে ২২ এপ্রিল উপজেলার বানুড়হুদা গ্রামের গর্ভবতী ২৮ বছর বয়সী ওই নারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসকদের ওই নারীর করোনা উপসর্গ আছে মনে হলে ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পরপরই ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে যায়। ২৫ এপ্রিল ওই নারীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। ২৬ এপ্রিল হাসপাতালে ওই নারীর সংস্পর্শে আসা স্টাফদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে তার সংস্পর্শে আসা তিন নার্স করোনা পজেটিভ হন।

আরো পড়ুন 

যশোরে আরো ১১ করোনা রোগী শনাক্ত 

যশোরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতাসহ দুইজন গুলিবিদ্ধ 

যশোরে ত্রাণের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ

এছাড়া ২২ এপ্রিল চৌগাছার প্রথম রোগী হিসেবে এক নারী ও এক কিশোর সনাক্ত হন। এরপর ২৫ এপ্রিল সনাক্ত হয় গর্ভবতী নারীর। ২৬ এপ্রিল সনাক্ত হন প্রথমদিন সনাক্ত নারীর স্বামী এবং প্রথমদিন সনাক্ত কিশোর স্কুলছাত্রকে চিকিৎসা দেয়া চৌগাছা উপজেলা হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার। ২৭ এপ্রিল সনাক্ত হয় ওই কিশোর স্কুলছাত্রের নানা ও নানী। ২৮ এপ্রিল সনাক্ত হয় আগে সনাক্ত গর্ভবতী নারীর সংস্পর্শে আসা প্রসূতি বিভাগের ৩জন নার্স এবং শহরের ডিভাইন গার্মেন্টসের এক নারী কর্মী। ২৯ এপ্রিল সনাক্ত হয় হাসপাতালের আরো একজন চিকিৎসক। এরপর মঙ্গলবার সনাক্ত হলেন হাপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ দুচিকিৎসক।

সূএ: ওয়ান নিউজ বিডি

No comments

close