কন্যা সন্তানের মা হলেন যশোরের করোনা আক্রান্ত জান্নাতি
কন্যা সন্তানের মা হলেন করোনা আক্রান্ত জান্নাতি |
জানা যায়, গত ২৫ এপ্রিল থেকে ৯ মে শরীর থেকে চারবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় জান্নাতির। প্রথমবার তার রিপোর্ট পজেটিভ এসেছিল। পরের দুইবার নেগেটিভ রেজাল্ট এলেও শেষবার তার রিপোর্ট আবার পজেটিভ আসে। গত ২৫ এপ্রিল করোনা শনাক্তের পর নিজ বাড়িতেই তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।
ডা. নিলুফার ইয়াসমিন এমিলি এই অস্ত্রপচারের নেতৃত্ব দেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা তো সব সময়ই সিজার করি। কিন্তু প্রসুতি করোনা পজেটিভ হওয়ায় একটু ভয় লেগেছে। একটু টেনশন নিয়ে কাজ করতে হয়েছে। রিস্ক ছিল। সতর্ক থাকতে হয়েছে। এটাতো আমাদের দায়িত্ব ও কর্তব্য। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে।
জান্নাতির স্বামী আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, আমি সিজার অপারেশন করা ডাক্তারসহ সব ডাক্তারদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে চৌগাছার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার সব সময় আমাদের খোঁজ নিয়েছেন। সাহস দিয়েছেন। এমনকি ওষুধের ব্যবস্থাও করে দিয়েছেন।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপকুমার রায় সাংবাদিকদের বলেন, জান্নাতিকে যে টিম সিজার করেছে, সেই টিমের প্রত্যেককে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদি এর মধ্যে অন্য কোন প্রসুতির সিজার করা লাগে তাহলে এই ডাক্তার তার টিম নিয়ে সিজার করবেন।
সূত্র: কালের কন্ঠ
No comments