চৌগাছায় ডাক্তারসহ আরো তিনজন করোনামুক্ত - Jashore24.com

শিরোনাম

চৌগাছায় ডাক্তারসহ আরো তিনজন করোনামুক্ত

চৌগাছায় ডাক্তারসহ আরো তিনজন করোনামুক্ত
চৌগাছায় ডাক্তারসহ আরো তিনজন করোনামুক্ত 
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ তিনজন করোনামুক্ত হয়েছেন। এনিয়ে উপজেলার মোট আটজন করোনা মুক্ত হলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।

করোনামুক্তরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উত্তমকুমার, উপজেলায় প্রথম করোনা আক্রান্ত শহরের হাজি সর্দার মর্ত্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম আজম ও তার সংস্পর্শে আসা নানা শওকত আলম।

বুধবার দুপুরে তাদেরকে করোনামুক্তির ছাড়পত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জা‌হিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।

এর আগে সরকারি হাসপাতালের চিকিৎসক নার্সসহ পাঁচজনকে করোনামুক্ত ঘোষণা করা হয়। জান্নাতি নামে এক গর্ভবতী নারীকে যশোরের সিভিল সার্জন করোনামুক্ত হিসেবে ছাড়পত্র দিলেও পরে তার নমুনা পজেটিভ আসে। ওই নারী বুধবার যশোরের একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেন।

এযাবৎ চৌগাছা উপজেলায় মোট ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

সূত্র: সূবর্ণভুমি

No comments

close