করোনা : যশোরে একদিনে 'ছাড়পত্র' পেলেন ২১ জন
করোনা : যশোরে একদিনে 'ছাড়পত্র' পেলেন ২১ জন |
যশোরে চিকিৎসকসহ আরো ২০ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ২৫ জন।
সোমবার বিকেলে নতুন সুস্থ হওয়া ব্যক্তিদের ফুল, ফল ও ছাড়পত্র দিয়ে শুভেচ্ছা জানান যশোরের সিভিল সার্জনসহ স্বাস্থ্যকর্মীরা।
এছাড়া চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একজনকে যশোর থেকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তাকে হিসেবে রাখলে যশোর স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র মেলা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ২৬।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই ২০ জনের নমুনা দুই দফায় পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে নেগেটিভ ও শরীরে কোনো উপসর্গ না থাকায় আনুষ্ঠানিকভাবে তাদের ছাড়পত্র দেয়া হয়।
তারা হলেন-যশোর শহরের পোস্ট অফিস পাড়ার সাংবাদিক সিদ্দিক হোসেন ও নূর ই আলম। মণিরামপুর উপজেলার স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়েছেন প্রতিষ্ঠানের ডা. জাহিদুর রহমান, ডা. প্রদীপ চৌধুরী, স্বাস্থ্য সহকারী ওয়াহেদুজ্জামান, স্বাস্থ্যকর্মী সনজিৎ কুমার বিশ্বাস, আশিকুর রহমান, ল্যাব টেকনিশিয়ান নাজমুল করিম। এছাড়া বকুল, ফিরোজ আলম রিপন, আমিরুল ইসলাম ও মনছুর হোসেন।
চৌগাছা উপজেলা থেকে ছাড়পত্র পেয়েছেন সিনিয়র স্টাফ নার্স রোকেয়া পারভীন, হাফিজা পারভীন ও শিমুল আক্তার। বাঘারপাড়া থেকে আব্দুল মান্নান, ঝিকরগাছা থেকে শামছুর রহমান, শার্শা থেকে জাহাঙ্গীর হোসেন ও জেলার বাইরে চুয়াডাঙ্গার জীবননগর থেকে শারমীন বেগম ছাড়পত্র পেয়েছেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ
No comments