সব ধরণের তামাক পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয়ের বন্ধের নির্দেশ - Jashore24.com

শিরোনাম

সব ধরণের তামাক পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয়ের বন্ধের নির্দেশ

সব ধরণের তামাক পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয়ের বন্ধের নির্দেশ 
করোনা ভাইরাস প্রতিরোধে সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী যুগ্মসচিব মো. খায়রুল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে দেশের তামাক কোম্পানিগুলো উৎপাদন, সরবরাহ, বিপণন এবং তামাক পাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার জন্য শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে কোম্পানিগুলোকে দেয়া শিল্প মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র প্রত্যাহার করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাককে করোনা ভাইরাস সংক্রমণ সহায়ক হিসেবে চিহিৃত করেছে। একই সাথে এর ব্যবহার নিরুৎসাহিত করার কথা জানিয়েছে। ধূমপানের কারণে শ্বাসতন্ত্রের নানা সংক্রমণ ও কাশিজনিত রোগের ঝুঁকি বাড়ছে। এই বিষয়ে বিশেষজ্ঞদের একাধিক গবেষণা পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে, অধূমপায়ীদের তুলনায় ধূপপায়ীদের করোনা ভাইরাস সংক্রমণে অসুস্থ হওয়ার শঙ্কা অনেক বেশি।

No comments

close