যশোরে দু'দিনে করোনা শনাক্ত হয়নি: পুনঃপরীক্ষার জন্যে ২৭ নমুনা ঢাকায় প্রেরণ
যশোরে দু'দিনে করোনা শনাক্ত হয়নি: পুনঃপরীক্ষার জন্যে ২৭ নমুনা ঢাকায় প্রেরণ |
এদিকে, যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গতকাল আরো ৪৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে খুলনায় পাঠানো হয়েছে। এর আগের দু'দিনে যশোরে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এ সময় ১শ' ১৩টি নমুনার রিপোর্ট পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রতিদিন একেকজন রোগী ৩শ' টাকার খাদ্য পাবেন। এর আগে তাদের ১২৫ টাকার সাধারণ বরাদ্দের খাবার দেয়া হতো। অবশ্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা নতুন সুবিধা পাবেন না। তাদের দিনে আগের মতোই ১২৫ টাকার খাবার দেয়া হবে।
সূএ: লোকসমাজ
No comments