খুলনা থেকে যশোরের ২৬টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে - Jashore24.com

শিরোনাম

খুলনা থেকে যশোরের ২৬টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে

খুলনা থেকে যশোরের ২৬ নমুনার ফল নেগেটিভ 
মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে যশোরের ২৬টি নমুনা পরীক্ষার ফল পাঠানো হয়েছে। এর সবগুলোই নেগেটিভ।

নমুনাগুলোর মধ্যে ২৫টি নতুন ও একটি ফলোআপ ছিল।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯ মে মঙ্গলবার যশোর থেকে ৪৭টি নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ ল্যাব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। এর মধ্যে খুলনা পাঠানো হয় ৩৩টি, আর যবিপ্রবিতে ১৪টি।

সূত্র: সূবর্ণভূমি

No comments

close