যশোরের মণিরামপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত - Jashore24.com

শিরোনাম

যশোরের মণিরামপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

যশোরের মণিরামপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত 
যশোরের মণিরামপুর উপজেলার রামপুরে শনিবার ভোররাতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রুবেল হোসেন ওরফে শাওন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫ বেড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রুবেল অভয়নগরের বুইকারা গ্রামের বাচ্চু হালদারের পুত্র। র‌্যাব ও পলিশ সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

র‌্যাব-৬এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল রওশনুল ফিরোজ দৈনিক ইনকিলাবকে জানান, র‌্যাবের একটি টিম মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে টহলে ছিল। রাতে তারা রামপুর গ্রামে মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের নাম পরিচয় জানা গেছে। সে অভয়নগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে মাদকসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

No comments

close