ঝিনাইদহে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
ঝিনাইদহে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ |
সমাবেশে সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখন। তাদের অভিযোগ, কারখানার প্রায় সাড় আটশ' শ্রমিক-কর্মচারীকে গত চার মাস বেতন দেয়নি কর্তৃপক্ষ।এ সময় দ্রুত বেতন পরিশোধের দাবি জানানো হয়।
সমাবেশের পরে একটি বিক্ষাভ মিছিল বের করে শ্রমিকরা। মিছিলটি কারাখানার বিভিন এলাকা প্রদক্ষিণ করে কারাখানার প্রধান ফটকে এসে শেষ হয়। শ্রমিকরা ঝিনাইদহ-যশার মহাসড়ক অবরাধ করে দাবি আদায়ে বিভিন শ্লোগান দিতে থাকে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
No comments