যশোরের চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু - Jashore24.com

শিরোনাম

যশোরের চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


যশোরের চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

যশোরের চৌগাছায় চাতালের পানির হাউজে পড়ে জান্নাতী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।জান্নাতি পুড়াপাড়া বাজারের পোল্ট্রি ফিড ব্যবসায়ী ও মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের জনি হোসেনের মেয়ে।

বুধবার সকাল ১১টার দিকে পুড়াপাড়া কাঠগড়া কলেজের পাশে সেলিমের চাতালের পানির হাউজে ডুবে তার মৃত্যু হয়।

জান্নাতির বাবা জনি হোসেন বলেন ,বুধবার সকালে জান্নাতির দাদি পুড়াপাড়া বাজারে যান।ওর মা ঘরের মধ্যে ছিলেন। সকোলের অগোচরে কোনো এক সময় বাচ্চাটি বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে পড়ে।তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে বাড়ির পাশে সেলিমের চাতালের একটি পানির হাউজ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু জান্নাতির অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সূত্র: সাতক্ষিরা নিউজ

No comments

close