যশোরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতাসহ দুইজন গুলিবিদ্ধ - Jashore24.com

শিরোনাম

যশোরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতাসহ দুইজন গুলিবিদ্ধ

যশোরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতাসহ দুইজন গুলিবিদ্ধ 

যশোরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির এক নেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে সমিতির সহসাধারণ সম্পাদক মিন্টু গাজীর পেটে গুলি বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা নেওয়া হয়েছে।

আহত আর এক জনের নাম ইমদাদুল। তিনি হাতে গুলিবিদ্ধ হওয়া আশঙ্কামুক্ত আছেন। সোমবার বিকেলে যশোর শহরের বকচর হুঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে বিল্লাল নামে এক ব্যক্তি গুলি ছোড়ে বলে অভিযোগ করা হচ্ছে।

আহত ইমদাদুলের ভাই বদরুল আলম জানান, বিকেল সোয়া চারটার দিকে ইমদাদুল ও মিন্টু গাজী ইফতারি কেনার জন্য হেঁটে হুঁশতলা মোড়ে যাচ্ছিলেন। কপোতাক্ষ লায়ন্স চক্ষু হাসপাতালের পাশে কপোতাক্ষ প্লটের সামনে ওত পেতে থাকা বিল্লাল নামে এক দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি ইমদাদুলের হাতে ও মিন্টুর পেটে বিদ্ধ হয়।

সূএ: ওয়ান নিউজ বিডি

No comments

close