খুলনা নড়াইল যশোরে আরো করোনা রোগী শনাক্ত - Jashore24.com

শিরোনাম

খুলনা নড়াইল যশোরে আরো করোনা রোগী শনাক্ত

খুলনা নড়াইল যশোরে আরো করোনা রোগী শনাক্ত 

খুলনা মেডিকেল কলেজের বৃহস্পতিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করে ১১টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে খুলনার তিনজন, নড়াইলের তিনজন, যশোরের একজন এবং একটি শৃঙ্খলা বাহিনীতে কর্মরত তিনজন রয়েছেন।

খুলনার যে তিনজনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তারা হলেন, নগরীর গল্লামারী মোহাম্মদনগর এলাকার ৪২ বছর বয়সী একজন,

সোনাডাঙ্গা সিদ্দিকিয়া মহল্লার ৫৮ বছর বয়সী একজন, ডুমুরিয়া হাশেমপুর এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর রয়েছেন।

No comments

close