যশোরে দোকান খোলা রাখায় জরিমানা
যশোরে দোকান খোলা রাখায় জরিমানা |
ভ্রাম্যমাণ আদালতের পেশকার নাজমুল হুসাইন জানান, মঙ্গলবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে শহরের রবীন্দ্রনাথ সড়কে অভিযান চালানো হয়। ওই সময় 'রূপসা সাইকেল স্টোর' নামে একটি দোকান সরকারি নির্দেশ অমান্য করে খুলে রাখা হয়েছে দেখতে পাওয়া যায়। এ অপরাধে দোকান মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
পরে সদর উপজেলার রূপদিয়া বাজারে একই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় 'প্রিন্স টেইলার্স' এবং 'লোকনাথ বস্ত্রালয়' নামে দুটি দোকান খোলা রয়েছে দেখা যায়। এই অপরাধে আদালত প্রিন্স টেইলার্সকে চার হাজার টাকা এবং লোকনাথ বস্ত্রালয়কে তিন হাজার টাকা জরিমানা করেন।
সূত্র: সূবর্ণভূমি
No comments