যশোরে ২৩টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস শনাক্ত - Jashore24.com

শিরোনাম

যশোরে ২৩টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস শনাক্ত


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষায় দক্ষিণ-পশ্চিমের চার জেলায় আরো ১৩টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।

মঙ্গলবার যবিপ্রবি ল্যাবে এই চার জেলার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের এক, ঝিনাইদহের ছয়, চুয়াডাঙ্গার পাঁচ এবং মেহেরপুরের একটি নমুনা পজেটিভ হয়। বাকি ৪৬টি নমুনা নেগেটিভ ফল দেয়। বুধবার সকালে এ ফলাফল সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়।

এনিয়ে যবিপ্রবির জেনোম সেন্টারে মোট ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হলেন। এর মধ্যে সর্বাধিক ৬৯ জন যশোরের।

যবিপ্রবি জেনোম সেন্টারের সহকারী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, এই ল্যাবে মঙ্গলবার চার জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে যশোরের ২৩টি নমুনা পরীক্ষায় একটি, ঝিনাইদহের ১৫টি নমুনায় ছয়, চুয়াডাঙ্গার পাঁচটি নমুনার সবকটি এবং মেহেরপুরের ১৬টি নমুনায় একটি পজেটিভ ফল দেয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার চার জেলার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। আর সবমিলিয়ে শনাক্ত পজেটিভের সংখ্যা ১৩৬। এর মধ্যে সর্বাধিক ৬৭ জন যশোরের রোগী। এছাড়া ঝিনাইদহে ৩৫ জন, চুয়াডাঙ্গা ও নড়াইলে ১২ জন করে, কুষ্টিয়ায় চারজন, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে রোগী শনাক্ত হন এই ল্যাবের পরীক্ষায়। এখন পর্যন্ত যবিপ্রবি ল্যাবে বৃহত্তর যশোর ও বৃহত্তর কুষ্টিয়ার সাত জেলার নমুনা পরীক্ষা হয়েছে।

সূএ: সুবর্ণভূমি

No comments

close