আশ্রয়কেন্দ্রে ১২ লাখেরও বেশি মানুষ - Jashore24.com

শিরোনাম

আশ্রয়কেন্দ্রে ১২ লাখেরও বেশি মানুষ

আশ্রয়কেন্দ্রে ১২ লাখেরও বেশি মানুষ 
সুপার সাইক্লোন 'আম্ফানের' কারণে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। আজ (বুধবার) সকাল পর্যন্ত আশ্রয়কেন্দ্রে এসেছেন ১২ লাখেরও বেশি মানুষ। বিকেল পর্যন্ত ২০ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হবে। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, এরই মধ্যে ১০ লাখেরও বেশি লোক আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। এ বছর স্কুল, কলেজসহ শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয় কেন্দ্র করা হয়েছে। বিকেল পর্যন্ত লোকজন আসতে থাকবেই। ঝুঁকিপূর্ণ এলাকার ২০ লাখের মতো মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার পরিকল্পনা রয়েছে।

শাহ কামাল আরো জানা, খুলনা ও পটুয়াখালীর যে এলাকাগুলো বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই এলাকাগুলোর আশ্রয় কেন্দ্রগুলোতে বেশি লোক আসছে।এরই মধ্যে সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে এসেছে ৩ লাখ ৫৩ হাজার, পটুয়াখালীতে এসেছে ৩ লাখ ২৩ হাজার।

করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। খাবার-দাবারের ব্যবস্থা করা আছে। আশ্রয় কেন্দ্র ১২ হাজার ৭৮টি থেকে বাড়িয়ে ১৩ হাজার ২১৫টি করা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

No comments

close