করোনা উপসর্গ নিয়ে আরও এক সাংবাদিকের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে এবার মারা গেলেন দৈনিক ভোরের কাগজের প্রতিবেদক আসলাম রহমান।
বৃহস্পতিবার (৭ মে) রাতে জ্বর ও ডাইরিয়া থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। আসলামের সহকর্মীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়। তবে, বুধবার (৬ মে) করোনা পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে।
এর আগে, করোনায় আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন। একই রোগের উপসর্গ নিয়ে মারা যান পত্রিকাটির আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু।
No comments