বেশির ভাগ করোনা আক্রান্তের চিকিৎসা হচ্ছে বাড়িতেই - Jashore24.com

শিরোনাম

বেশির ভাগ করোনা আক্রান্তের চিকিৎসা হচ্ছে বাড়িতেই

বেশির ভাগ করোনা আক্রান্তের চিকিৎসা হচ্ছে বাড়িতেই 

করোনা ভাইরাসে আক্রান্ত ৯০ শতাংশ রোগী বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর-কারন অধিকাংশ রোগীরই সংক্রমন মৃদু থেকে মাঝারি। আর যাদের শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ আছে তাঁদের ক্ষেত্রে হাসপাতালের বিকল্প নেই। ভূক্তভোগীরা বলছেন, হাসপাতালে একজন রোগীর বাড়তি যতœ পাওয়া সম্ভব না। রোগীর চাপে প্রত্যেকের জন্য সমান মনোযোগ দেয়া সম্ভব হয় না বলে জানান চিকিৎসকরা।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করতে গত কয়েকদিন ধরে ১০ হাজারের বেশি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। ফলে, রোগীও পাওয়া যাচ্ছে হাজারের বেশি। একইসাথে বেড়েছে মৃত্যুর সংখ্যা। প্রায় ৩০ হাজার রোগীর বেশির ভাগই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে চিকিৎসার পাশাপাশি বাড়তি যে যতœ নেয়া প্রয়োজন, তা পাওয়া সম্ভব না। আবার একসাথে অনেক রোগীর চাপে চিকিৎসকরাও সমান মনোযোগ দিতে পারেননা বলে জানান ভুক্তভোগীরা।

চিকিৎসকরা জানান, আক্রান্তদের অধিকাংশেরই মৃদু উপসর্গ থাকে। আর বাসায় যদি নেবুলাইজারের ব্যবস্থা করা যায়, তবে মাঝারি উপসর্গের রোগীদেরও বাড়িতেই চিকিৎসা দেয়া সম্ভব। তবে, সমস্যা প্রকট হলে অবশ্যই হাসপাতালে যেতে হবে।

বাড়িতে থাকলেও পুষ্টিকর খাবারের পাশাপাশি হালকা ব্যায়াম এবং ১৪ দিন অতিক্রম হওয়ার পর আরো ৭দিন বাসায় বিশ্রামের পরামর্শ দেন এই চিকিৎসক।

No comments

close