যশোর চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে - Jashore24.com

শিরোনাম

যশোর চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে

যশোর চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে
যশোর চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে 
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর ও চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। ঝিনাইদহেও ক্রমেই বাড়ছে করোনা রোগী।

গেল দুইদিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে নমুনা পরীক্ষা করে যশোরের ১৭টি এবং চুয়াডাঙ্গার ৩৮টিকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষা কার্যক্রমের নেতৃত্বে থাকা ড. শিরিন নিগার এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে যশোর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একশয়ের কাছাকাছি পৌঁছালো। আর চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে আজ শনিবার সংশ্লিষ্ট দপ্তরে পরীক্ষার যে ফল পাঠানো হয়েছে, তাতে দেখা যায়, ১৬৫টি নমুনার মধ্যে ৫৬ জন করোনায় আক্রান্ত।

গেল দুই দিনে এই ল্যাবে যশোরের ৩৯টি নমুনার মধ্যে ১৭টি পজেটিভ রেজাল্ট দেয়। চুয়াডাঙ্গার ১২৩টি নমুনার মধ্যে ৩৮টিরই পজেটিভ ফল আসে। এছাড়া ঝিনাইদহের তিনটি নমুনা পরীক্ষা করে একটির ফলাফল পজেটিভ আসে। ফলে ঝিনাইদহ জেলায় এখন পর্যন্ত মোট ৪৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা জানাচ্ছেন, এই অঞ্চলের মধ্যে যশোর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আগের দিন পর্যন্ত আইডিসিআর-এর হিসেব অনুযায়ী খুলনা বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে কুষ্টিয়ায় ২২ জন, খুলনা ও মাগুরা জেলায় ১৯, নড়াইলে ১৫, বাগেরহাটে সাত, মেহেরপুরে ছয় এবং সাতক্ষীরায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। অর্থাৎ দক্ষিণ-পশ্চিমের কোনো জেলা আর করোনামুক্ত নেই। যদিও নড়াইলের সিভিল সার্জন একবার তার জেলাকে করোনামুক্ত ঘোষণা করেছিলেন। কিন্তু তারপর ওই জেলায় নতুন করে অন্তত দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সূত্র: সূবর্ণভূমি

No comments

close