যশোরে করোনা চিকিৎসার নামে প্রতারণা, তিনজনকে জরিমানা - Jashore24.com

শিরোনাম

যশোরে করোনা চিকিৎসার নামে প্রতারণা, তিনজনকে জরিমানা

যশোরে করোনা চিকিৎসার নামে প্রতারণা, তিনজনকে জরিমানা
করোনা ভাইরাসের চিকিৎসার নামে প্রতারণার দায়ে তিন নারী-পুরুষকে আট হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রতারক এই তিনজন হলেন, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ওয়াহিদা খাতুন ও বেগম এবং বিজয়নগর গ্রামের ইসলাম।

শনিবার দুপুরে এই অভিযান চালানো হয়।

আদালতের পেশকার নাজমুল হুসাইন জানিয়েছেন, করোনা রোগের চিকিৎসায় কবিরাজির নামে সাধারণ লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে-এমন অভিযোগের ভিত্তিতে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে শনিবার দুপুরে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের ওয়াহিদা খাতুন নামে এক নারী কবিরাজের বাড়িতে গিয়ে কিছু রোগী দেখতে পাওয়া যায়। কথিত ওই কবিরাজের বিরুদ্ধে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

একই গ্রামের বেগম নামে আরো এক কথিত নারী কবিরাজের বাড়ি গিয়েও একই অবস্থা দেখতে পান আদালত। এ সময় তাকেও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর সদর উপজেলার বিজয়নগর গ্রামের ইসলাম নামে আরেক কথিত কবিরাজের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানেও একই অবস্থা দেখে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

সূত্র: সূবর্ণভূমি

No comments

close