যশোরে ১৩ বছরের মেয়ে করোনা পজেটিভ
যশোরে ১৩ বছরের মেয়ে করোনা পজেটিভ |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে যশোরের যে নমুনাটিকে পজেটিভ হিসেবে শনাক্ত করে আজ রিপোর্ট দেওয়া হয়েছে, সেটি একটি শিশুর।
১৩ বছরের ওই শিশুটির বাড়ি অভয়নগরে। তার দাদা এর আগে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন।
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ বলেন, আজ বুধবার যশোরের ২৩টি নমুনার মধ্যে একটির রিপোর্ট পজেটিভ এসেছে। যে একটি নমুনায় করোনা শনাক্ত হয়েছে তা একটি মেয়েশিশুর। তার বাড়ি অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামে।
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী বলেন, ওই শিশুর ৭০ বছর বয়স্ক দাদার এরআগে করোনা শনাক্ত হয়। এরপর ওই বৃদ্ধের পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা দশজনের নমুনা সংগ্রহ করা হয়। সিভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনাগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। আজ পাওয়া প্রতিবেদনে জানা যায়, শুধু ওই শিশুটিই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
তিনি আরো বলেন, শিশুটির দাদাকে খুলনায় পাঠানো হয়েছে; মেয়েটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূএ: সুবর্ণভূমি
No comments