অভয়নগরে সত্তর বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা পজেটিভ
অভয়নগরে সত্তর বছর বয়সী এক বৃদ্ধের শরীরে পজেটিভ |
অভয়নগরে প্রথম সত্তর বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভী জানান, উপজেলার পুড়াখালী গ্রামের সত্তর বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা পজেটিভ মিলেছে। তিনি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি-কাঁশি রোগে ভুগছিলেন। বেশ কয়েকদিন আগে চিকিৎসা নিতে আসা ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখে কিছুটা সন্দেহ হলে তাকে করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে পরীক্ষার পর জানা যায়, ওই বৃদ্ধের শরীরে করোনা পজেটিভ। সোমবার সন্ধ্যার পর এই রিপোর্টটি হাসপাতাল কর্তৃপক্ষ হাতে পায়।
অভয়নগর উপজেলা প্রশাসনসহ হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত করোনা পজেটিভ এই বৃদ্ধ রোগীকে হাসপাতালের আইসোলেশন কক্ষে আলাদাভাবে রেখে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে রোগীর অবস্থা স্বাভাবিক রয়েছে।
সূএ: প্রতিদিনের কথা
No comments