যশোরে করোনা আক্রান্ত ৭০ জনের মধ্যে হাসপাতালে ২০ - Jashore24.com

শিরোনাম

যশোরে করোনা আক্রান্ত ৭০ জনের মধ্যে হাসপাতালে ২০

যশোরে করোনা আক্রান্ত ৭০ জনের মধ্যে হাসপাতালে ২০
যশোরে করোনা আক্রান্ত ৭০ জনের মধ্যে হাসপাতালে ২০ 

যশোরে করোনা আক্রান্ত মোট ৭০ জনের মধ্যে ২০ জন হাসপাতালের আইসোলেশনে ও অন্য ৫০ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। টানা চারদিন বিরতির পর গত সোমবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এদিনের নমুনায় যশোর জেলায় আক্রান্ত হন ১১ জন। আর মঙ্গলবার সংগ্রাহ করা যশোর জেলার ২৩টি নমুনা পরীক্ষায় অভয়নগরের একজনের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। বৃহস্পতিবার ৭ মে যবিপ্রবিতে ৪টি নমুন পরীক্ষা করে সব নেগেটিভ এসেছে। সব মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। তাদের মধ্যে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন ২০ জন। অন্যরা নিজ বাড়িতে চিকৎসাধীন রয়েছেন। প্রত্যেকের বাড়ি লডডাউন করা হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীদের মধ্যে পাঁচজন টিবি হাসপাতালে, নয়জন কেশবপুরে, তিনজন মণিরামপুর, একজন অভয়নগর এবং দুইজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন আছে। ৱ

শেখ আবু শাহীন বলেন, আমাদের মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছেন। তাছাড়া আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। ওইসব রোগীর পরিবার ও সংস্পর্শে আসা মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পবীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর ছাড়পত্র পেয়েছেন ৬৬ জন। একই সময়ে নতুন করে ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর ৬৬ জনকে মুক্ত করে দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।

সিভিল সার্জন জানান, যারা নির্দেশ অমান্য করবে তাদের ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্দেশ অমান্যকারীদের জেল-জরিমানা করবে।

সূএ: প্রতিদিনের কথা

No comments

close