রাজগঞ্জে নবজাতকের মস্তক উদ্ধার - Jashore24.com

শিরোনাম

রাজগঞ্জে নবজাতকের মস্তক উদ্ধার

রাজগঞ্জে নবজাতকের মস্তক উদ্ধার
রাজগঞ্জে নবজাতকের মস্তক উদ্ধার 
যশোর মণিরামপুরের ঝাঁপা গ্রামের এক সবজি ক্ষেত থেকে নবজাতকের মস্তক উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার ঝাঁপা দক্ষিণপাড়া গ্রামের মৃত নুর আলীর ছেলে জালাল উদ্দীন শুক্রবার ভোরে পটল ক্ষেতে ফুল ছোয়াতে যেয়ে আইলের পাশে শিশুর মস্তক ও কাছাকাছি একটি শিয়াল দেখতে পান। তাৎক্ষনিক বাড়ি ফিরে লোকজনকে জানালে মস্তক দেখার জন্য এলাকার নারী পুরুষ সেখানে ভীড় জমায়। সকাল ৯টার দিকে ঝাঁপা ফাঁড়ি পুলিশ মস্তকটি উদ্ধার করে এবং মৃত শিয়ালটি মাটি চাপা দেয়।

ফাঁড়ির ইনচার্জ এসআই সাহাবুল ইসলাম জানান, ধড় বিহীন মস্তকটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে নবজাতক শিশুটি এখানে কেউ ফেলে গিয়েছে। শিশূটির দেহের অংশ খাওয়া শেষে কোনো কারণে শিয়ালটি মারা গেছে। মৃত শিয়ালটির গলায় ও পেটে রক্তের ছাপ থাকায় জন সম্মুখে শিয়ালটি মাটি চাপা দেয়া হয়েছে।

সূত্র: ডেলি স্পন্দন

No comments

close