সৌদি আরবে রোববার ঈদ
সৌদি আরবে রোববার ঈদ |
সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার দেশটিতে ত্রিশ রোজা পূর্ণ হবে। আগামী রোববার (২৪ জুন) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যায় আরবের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে আরব নিউজ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় রোববার শাওয়াল মাস গণনা শুরু ও ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চাঁদ দেখা না যাওয়ায় তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় আগামী রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে এসব দেশের সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে।
এদিকে, করোনা মহামারির কারণে এবার অন্যান্য বারের তুলনায় বড় আয়োজনে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। এরইমধ্যে মসজিদে জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।
No comments