করোনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোয় বাঘারপাড়া থেকে যুবক আটক
করোনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোয় বাঘারপাড়া থেকে যুবক আটক |
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার অভিযোগে নুরুজ্জামান (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। শুক্রবার দুপুরে বাঘারপাড়ার উপজেলার নারিকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। নুরুজ্জামান ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার এএসপি সোহেল পারেভজ জানান, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে তার ফেসবুক পেইজে করোনা বিষয়ে প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিভ্রন্তিমূলক কথাবার্তা পোস্ট দিয়ে আসছে। জনগণকে মিথ্যা তথ্য দিয়ে ভুল
বোঝাচ্ছিল। গত ১ মে (শুক্রবার) দুপুর দুইটার দিকে নারকেলবাড়িয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় বাঘারপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সূএ: বিডি জার্নাল
No comments