যশোরে ডাক্তার দম্পতি ও গৃহবধূ করোনামুক্ত - Jashore24.com

শিরোনাম

যশোরে ডাক্তার দম্পতি ও গৃহবধূ করোনামুক্ত

যশোরে ডাক্তার দম্পতি ও গৃহবধূ করোনামুক্ত 

শনিবার বিকেল তিনটার দিকে জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আনুষ্ঠানিকভাবে ফুল ও ছাড়পত্র দিয়ে তাদের শুভেচ্ছা জানান। এই নিয়ে যশোরে মোট চারজনকে আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হলো।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল যশোর মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম নাজমুল হকের নমুনা পরীক্ষা করা হয়। ওই সময় তার শরীরে উপসর্গ না থাকলেও করোনাভাইরাস বহন করছেন বলে পরীক্ষায় ধরা পড়ে।

এরপর শহরের কাজীপাড়া এলাকায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নেন তিনি। এর একদিন পর ডা. নাজমুল হকের স্ত্রী ডা. শরিফা খাতুনের নমুনাও পরীক্ষাগার থেকে পজেটিভ আসে। তারও দৃশ্যত কোনো উপসর্গ ছিল না। তারা দুইজন সুস্থ হয়ে ওঠায় এবং ১৪ দিন অতিবাহিত হলেও বড় কোনো সমস্যা দেখা না দেওয়ায় আজ তাদের 'করোনামুক্ত' ঘোষণা করা হয়।

এছাড়া যশোর জেনারেল হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন জান্নাতি বেগমকে নিজ অফিসে ডেকে আনুষ্ঠানিক ছাড়পত্র ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবু শাহীন। ছাড়পত্র প্রদানের সময় সিভিল সার্জনের সঙ্গে ছিলেন মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, স্বাস্থ্য বিভাগের ধারণা, মণিরামপুরের প্রথম শনাক্ত করোনা রোগীর সংস্পর্শে যাওয়ায় ওই দম্পতি সংক্রমিত হন। প্রাথমিক পর্যায়ে করোনা শনাক্ত হওয়ায় এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করার ফলে স্বামী-স্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। জান্নাতি নামে ওই নারী ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে এসেছিলেন। উপসর্গ না দেখা গেলেও পরীক্ষায় তার ফল পজেটিভ আসে। তাই তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ও পরে বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। শনিবার সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু সন্তানসম্ভবা হওয়ায় তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সূত্র: সবর্ণভূমি

No comments

close