যশোরের চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে শিশুকে হত্যা - Jashore24.com

শিরোনাম

যশোরের চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে শিশুকে হত্যা

যশোরের চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে শিশুকে হত্যা
যশোরের চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে শিশুকে হত্যা 

যশোরের চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সাকিব হোসেন (১২) নামের ৩য় শ্রেণির এক স্কুলছাত্রকে। নিহত সাকিব চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থেকে স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়তো।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক জানান, রোববার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে কোথাও পাননি। সোমবার সকালে সাকিবের নানী ফাতেমা ও তার বোন রহিমা খুঁজতে বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ক্যানালে (খাল) তার লাশ পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক, সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় ও এসআই ফিরোজের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে।

সূত্র: যমুনা টিভি

No comments

close