২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪ - Jashore24.com

শিরোনাম

২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪

২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪
২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪ 

প্রাণঘাতি করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (১৭ মে, রোববার সকাল ৮টা) আরো ১৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে। আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ নতুন রোগী শনাক্ত হয়েছে ১২৭৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ২৬৫ জনে। এছাড়া আরো ২৫৬ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭৩ জন।

আজ রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও আট হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৭৫ হাজার ৪০৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ, একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে একজন ১১ থেকে ২০ বছর বয়সী, একজন ত্রিশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, তিনজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন ষাটোর্ধ্ব, তিনজন সত্তরোর্ধ্ব এবং একজন ৮১ থেকে ৯০ বছর বয়সী রয়েছেন।

আর অঞ্চল বিবেচনায় ঢাকা শহরে মারা গেছেন পাঁচ জন, চট্টগ্রাম শহরে চার জন, সাভার এবং কেরানীগঞ্জে একজন করে এবং নারায়ণগঞ্জ, কুমিল্লায় ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বেশি সাবান দিয়ে হাত ধোয়া মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা।

No comments

close