আগামীকাল থেকে যশোর জেলায় আবারো দোকানপাট বন্ধ
আগামীকাল থেকে যশোর জেলায় আবারো দোকানপাট বন্ধ |
আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে যশোর জেলায় আবারো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি'র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, জনসাধারণকে বার সতর্ক করার পরও স্বাস্থ্যবিধি না মেনে মার্কেট-শপিংমলে ভিড় জমানোর কারণে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যশোর জেলার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এর আগে গত ২৭ এপ্রিল থেকে যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। পরে ১০মে শর্তসাপেক্ষে দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু দেখা যায়, দোকানপাট ও শপিংমলে উপচেপড়া ভিড় হয়। বেড়ে যায় উদ্বেগহারে করোনা শনাক্তের সংখ্যাও।
এ পরিস্থিতিতে প্রশাসন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কড়া নির্দেশনা জারি করলো।
সূত্র: ডেলি স্পন্দন
No comments