আবারও খুলে দেয়া হচ্ছে খুলনার সকল শপিংমল
আবারও খুলে দেয়া হচ্ছে খুলনার সকল শপিংমল |
আজ সোমবার দুপুরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও চেম্বার সভাপতি কাজি আমিনুল হক সহ ব্যবাসয়ী নেতৃবৃন্দের সভায় সিদ্ধান্ত হয়েছে।
ব্যবসায়ীরা জানান, মার্কেট খোরার সিদ্ধান্তের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ব্যবসায়ীরা নেতারা আবার বৈঠক করেন। বৈঠকে নগরীর ক্লে রোড এবং সিমেট্রি রোডের একাংমে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া কয়েকটি মার্কেটের সড়ক একমুখী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক বলেন, ডাকবাংলো কেন্দ্রীক ১১টি মার্কেট ও পার্শ্ববতী এলাকার দোকানপাটে নারী ও শিশুরা প্রবেশ করতে পারবে না।
এর আগে গত ১০ মে সরকারি সিদ্ধান্তে খুলনার সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল। ডাকবাংলো কেন্দ্রীক ১১টি মার্কেটে উপচেপড়া ভিড় এবং স্বাস্থ্য বিধি না মানায় ১৫ মে থেকে ফের দোকানপাট বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
সূত্র: দৈনিক ইনকিলাব
No comments