রেড জোন এলাকায় কঠোর অবস্থানে প্রশাসন - Jashore24.com

শিরোনাম

রেড জোন এলাকায় কঠোর অবস্থানে প্রশাসন

রেড জোন এলাকায় কঠোর অবস্থানে প্রশাসন 
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের ১০ জেলার কয়েক এলাকায় সাধারণ ছুটি ঘোষণার পর তা কার্যকরে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব এলাকায় জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে আর সব কার্যক্রম। অবরুদ্ধ এলাকাগুলোতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

রোববার রাতে এসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর জেলার ১১৭টি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা রোধে এসব এলাকায় মানুষকের ঘরে থাকতে বলেছে প্রশাসন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ১০ নং ওয়ার্ডের উত্তর কাট্টালি এলাকা (বিসিক শিল্প অঞ্চল ব্যতীত) এ ঘোষণার আওতায় থাকবে। এখানে ছুটি চলবে ৮ জুলাই পর্যন্ত।

বগুড়ার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলি, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, থানথানিয়া, হরিপাড়ী এবং কলোনী এলাকায় এই ছুটি কার্যকর থাকবে ৫ জুলাই পর্যন্ত।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৫ এবং ৭ নং ওয়ার্ড আগামী ৮ জুলাই পর্যন্ত এই ঘোষণার অধীনে থাকবে।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদর, বড়মচাল, কাদিপুর ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভার কয়েকটি জায়গায় সাধারণ ছুটি কার্যকর হবে।

এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি এলাকা ২ জুলাই পর্যন্ত ছুটির আওতায় থাকবে।

হবিগঞ্জে, হবিগঞ্জ পৌরসভার ৬ এবং ৯ নং ওয়ার্ড; দেওরগাছ, উবাহাটা, রানীগাঁও, এবং চুনারুঘাটের সদর পৌরসভা; আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন; এবং মাধবপুর পৌরসভা এলাকা ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে।

মুন্সীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের মঠপাড়া এলাকায় ২ জুলাই পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।

কুমিল্লা সিটি করপোরেশনের ৩, ১০, ১২ এবং ১৩ নং ওয়ার্ডের আওতাধীন সকল এলাকায় ৩ জুলাই পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।

এছাড়া রেড জোনের আওতায় থাকা যশোর ও মাদারীপুরের বেশিরভাগ এলাকায় কঠোর লকডাউন থাকবে।

No comments

close