গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩৪৬২ - Jashore24.com

শিরোনাম

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩৪৬২

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩৪৬২ 
প্রাণঘাতি করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (২৪ জুন, বুধবার) আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৮২ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৪ শ৬২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬শ ৬০ জন। এছাড়া আরো ২ হাজার ৩১ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৯হাজার ৬শ ৬৬ জন।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪ শ ৬২ জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২হাজার ৬শ ৬৬০জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১৫৮২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৪৯ হাজার ৬ শ ৬৬জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩০-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৮ মারা গেছেন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৩ জন, বরিশালে একজন এবং রংপুরে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩৪ জন ও বাড়িতে ৩ জন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

No comments

close