চিকিৎসকদের আল্টিমেটাম, খুলনা সদরের ওসি ক্লোজড - Jashore24.com

শিরোনাম

চিকিৎসকদের আল্টিমেটাম, খুলনা সদরের ওসি ক্লোজড

চিকিৎসকদের আল্টিমেটাম, খুলনা সদরের ওসি ক্লোজড 

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখার দাবি মেনে নিয়ে খুলনা পুলিশ প্রশাসন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আসলাম বাহার বুলবুলকে রিজার্ভ অফিসে ক্লোজড করেছে। বিএমএ তাকে প্রত্যাহারের জন্যে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল। নির্দিষ্ট সময়সীমা পেরোনোর আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। তাঁর স্থলে হরিণটানা থানার ওসি আশরাফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু কালের কণ্ঠকে বলেন, কর্তব্যে অবহেলার দায়ে তাকে আজ (রবিবার) সকালে কেএমপির রিজার্ভ অফিসে ক্লোজড করা হয়েছে।

বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম স্বস্তি প্রকাশ করে কালের কণ্ঠকে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা প্রত্যাহার এবং প্রায় সকল আসামি গ্রেপ্তার হওয়া খুবই ভালো ঘটনা। তবে তিনি বলেন, ঘটনাস্থলের কাছেই পুলিশ ফাঁড়ি ছিল, সন্ত্রাসী আক্রমণের সময়ে তারা তৎপর হলে হয়তো হত্যাকাণ্ডের মতো ঘটনা না-ও ঘটতে পারত।

প্রসঙ্গত, গত ১৪ জুন গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকে শিউলি বেগম নামের এক নারীর অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। প্রথম দিকে সন্তান ও মায়ের শরীর ভালো থাকলেও রাতে মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন সকালে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এতে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে ১৫ জুন রাতে ৯টার দিকে ক্লিনিকে এসে ডা. রকিবকে বেপরোয়াভাবে মারধর করে। এতে তার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

সূত্র: কালেরকন্ঠ

No comments

close