যশোর উপশহরে ব্যবসায়ী খুন
![]() |
যশোর উপশহরে ব্যবসায়ী খুন |
নিহতের পিতা ইকবাল হোসেন জানান, শিশু হাসপাতালের সামনে দুই পক্ষের মারামারি হচ্ছিল। এসময় তার ছেলে মারামারি থামাতে গেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের (পুরুষ) চিকিৎসক জিন্নাতুল নেছা মিতু জানান, নিহত ইমুর বুক ও দুই পায়ের হাটু ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পরপরই তার মৃত্যু হয়।
কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সূত্র: প্রতিদিনের কথা
No comments