করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরাও - Jashore24.com

শিরোনাম

করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরাও

করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরাও

করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুরাও আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট আক্রান্তের প্রায় তিন ভাগ অর্থাৎ ২০ হাজার শিশু আছে; যাদের বয়স ১০ বছরের নিচে। মারা গেছে মোট ৪০ জন শিশু। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের অসচেতনতায় বাড়ছে শিশুদের আক্রান্তের হার। 

৫ বছরের শিশু লিজা। করোনা আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি। কয়েকমাস আগে শিশু হাসপাতালে কিডনির চিকিৎসা নিতে এসে করোনা আক্রান্ত হয়। 

করোনার দ্বিতীয় ডেউয়ে শিশুদের আক্রান্ত হওয়া বেড়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের বিশ্লেষণে দেখা যায়, ১০ বছরের নিচে শিশুদের করোনা আক্রান্তের হার ২ দশমিক ৯ শতাংশ; অর্থাৎ এ পর্যন্ত মোট আক্রান্তের ২০ হাজার ৩৯১ জন শিশু। এপর্যন্ত মারা গেছে ৪০ জন। চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসের নতুন ধরন শিশুদের জন্যও ঝুঁকিপূর্ণ। 

শিশুরা পরিবারের সদস্যের মাধ্যমে যেমন সংক্রমিত হচ্ছে, অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নিতে এসেও সংক্রমণ হচ্ছে। ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে দুই হাজারের বেশি শিশু। মারা গেছে ১৮ জন। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুইশোর অধিক, মারা গেছে ১০ শিশু। 

করোনা আক্রান্ত শিশুর পরবর্তীতে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রাস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।

No comments

close