মেট্রোরেল স্টেশনে শিশুর জন্ম
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানী রায় নামের এক নারী।
মেট্রোরেল স্টেশনে শিশুর জন্ম
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে তিনি শিশুটির জন্ম দেন।
মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে ধাত্রীর প্রশিক্ষণপ্রাপ্ত একজন স্কাউট সদস্য সোনিয়া রানীর সহায়তায় এগিয়ে আসেন এবং তাকে মেট্রোরেলের ফাস্ট এইড সেন্টারে নিয়ে যান। সেখানে ১০ মিনিটের মধ্যে সোনিয়ার সন্তানের জন্ম হয় বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।
সুকান্ত সাহা গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রীকে নিয়মিতই চিকিৎসকের কাছে চেকআপ করাই। আজ তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। উত্তরা উত্তর স্টেশন থেকে উঠি আমরা। পরে মেট্রোরেলের ভেতরেই প্রসববেদনা ওঠে আমার স্ত্রীর। সবাই তাৎক্ষণিক সহযোগিতা করলে মেট্রোরেলের ফার্স্ট এইড কক্ষে আমার স্ত্রী সন্তান জন্ম দেয়।’
তিনি আরও বলেন, ‘মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না।’
বিষয়টি নিশ্চিত করে আগারগাঁও স্টেশনের ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ‘উত্তরা উত্তর স্টেশন থেকে এসে আগারগাঁও স্টেশনে সাড়ে ৮টার দিকে নামেন ওই নারী। তিনি মেট্রোরেলের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। স্টেশনের কর্তব্যরত নারী স্কাউট সদস্যরা ওই নারীর সেবাকাজে অংশ নেন। পরে ওই নারীকে ধানমন্ডির একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’
মেট্রো রেলের এই কর্মকর্তা বলেন, ‘উপস্থিত লোকজন বাচ্চার নাম মেট্রো রাখার প্রস্তাব করেছিল। তবে বাচ্চার বাবা সুকান্ত সাহা জানিয়েছেন, তাদের বাচ্চার নাম আগেই ঠিক করে রাখা আছে।’
সন্তান প্রসবের মত একটি ঘটনা ভালোভাবে ব্যবস্থাপনা করতে পেরে দারুণ খুশি মেট্রোরেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশুটির জন্য কোনো উপহার দেওয়া হবে কিনা তা পরে জানানো হবে বলে জানিয়েছেন মাহফুজুর রহমান।
No comments