বাজছে শীতের বিদায় ঘণ্টা, তাপমাত্রা বাড়বে ক্রমশ - Jashore24.com

শিরোনাম

বাজছে শীতের বিদায় ঘণ্টা, তাপমাত্রা বাড়বে ক্রমশ

 

বাজছে শীতের বিদায় ঘণ্টা, তাপমাত্রা বাড়বে ক্রমশ

শীতের বিদায় ঘণ্টা বাজার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে বাড়বে তাপমাত্রা, যা অব্যাহত থাকবে সামনের দিনগুলোতে।

শনিবার (২১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তরে রক্ষিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়েছে। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে, ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের ২৩টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় যা আজ থেকে প্রশমিত হতে পারে।

ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলা এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুই দিনে দেশে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

No comments

close