‘ছেলেকে জ্ঞানের আলো নিতে পাঠালাম, চোখের আলো হারিয়ে এল’ - Jashore24.com

শিরোনাম

‘ছেলেকে জ্ঞানের আলো নিতে পাঠালাম, চোখের আলো হারিয়ে এল’




সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষে ডান চোখ হারাতে বসেছেন বিশ্ববিদ্যালয়টির ফিসারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক। সংঘর্ষের সময় ইটের একটি টুকরা ডান চোখে লাগলে আহত হন ফারুক। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার হাসপাতালে দ্য ডেইলি স্টারের কথা হয় ফারুকের সঙ্গে। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, 'গত শুক্রবার ঘটনার দিন আমাকে বলা হয়, হলের নিচে থাকতে হবে। সেখানে ছাত্রলীগের ২ পক্ষ পরস্পরের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারছিল। এক পাশে হুমায়ুন রশীদ চৌধুরী হল, অপর দিকে শাহ এ. এম. এস. কিবরিয়া হল। ২ পাশ থেকেই ঢিল ছুঁড়ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।' 'এ সময় আমার ২ বন্ধু ও ১ বড় ভাই আহত হলে তাদের ৩ জনকে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠাই। তারপর আমি দাঁড়াই আব্দুস সামাদ আজাদ হলের গেটের সামনে।

সেখানে দাঁড়ানো অবস্থাতেই কারো ছুঁড়ে মারা একটি বড় ইটের টুকরো এসে আমার ডান চোখে লাগে। তখন সময় বিকাল প্রায় ৪টার মতো।' 'ঢিল লাগার পর আমার চোখে থাকা চশমাটি ভেঙে চুরমার হয়ে যায়, চোখ কেটে প্রচুর রক্ত বের হতে থাকে। এরপর আমার এক বন্ধু তার মোটরসাইকেলে করে আমাকে হেলথ কেয়ারে নিয়ে যায়, সেখান থেকে পাঠানো হয় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঢাকায় আসি।'

No comments

close