সপ্তাহ পরই স্বর্ণের দাম বৃদ্ধির নতুন রেকর্ড - Jashore24.com

শিরোনাম

সপ্তাহ পরই স্বর্ণের দাম বৃদ্ধির নতুন রেকর্ড

সপ্তাহ পরই স্বর্ণের দাম বৃদ্ধির নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ডের যেন প্রতিযোগিতা চলছে।  এক সপ্তাহ আগে দেশে রেকর্ড দাম বৃদ্ধির পর আবারও বাড়লো স্বর্ণের দাম। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, রোববার (১৫ জানুয়ারি) থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে গত সাত জানুয়ারি স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাজুস। তারও আগে এর আগে গত ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়।

No comments

close