বিয়ে করলেন সালমান মুক্তাদির - Jashore24.com

শিরোনাম

বিয়ে করলেন সালমান মুক্তাদির

 প্লে-বয় তকমা পাওয়া ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। এতো দিন আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে আসলেন সালমান। থিতু হলেন এক নারীতে।
বিয়ে করলেন সালমান মুক্তাদির

রবিবার ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। সামাজিকমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে মঙ্গলবার (২ মে) তিনি নিজেই জানিয়েছেন এ ইউটিউবার-অভিনেতা।
এদিন স্ত্রীর সঙ্গে নিজের কয়েকটি রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট করেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।  
এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের ভক্তরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।
ইউটিউবার সালমান শুরুতে মানুষদের বোকা বানানোর জন্য প্র্যাঙ্ক ভিডিও নির্মাণ করেন। এ কারণে তার এই বিয়ের ছবিগুলো মানুষকে বোকা বানানোর জন্য কিনা, সেটা নিয়ে সন্দীহান অনেকে।

No comments

close