যৌন উত্তেজক ঔষধ খেয়ে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে যশোরে শ্বশুর আটক - Jashore24.com

শিরোনাম

যৌন উত্তেজক ঔষধ খেয়ে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে যশোরে শ্বশুর আটক

 

সাতক্ষীরায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে আটক ‌হয়েছে শ্বশুর এরশাদ গাজী। সে কলারোয়া উপজেলার মৃত শরিয়ত উল্লাহ্ গাজীর ছেলে।
বৃহস্পতিবার রাতে যশোর জেলার খায়েরতলা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
শুক্রবার (৫ মে) সকালে  প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরা র‍্যাব -৬ এর কোম্পানি কমান্ডার মেজর গালিব হাসান। 
তিনি জানান , মঙ্গলবার (২ মে) সকালে যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজ পুত্রবধুর ঘরে প্রবেশ করে  জোরপূর্বক  ধর্ষণ করে ওই ধর্ষক। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক শ্বশুর। 
পরবর্তীতে ঘটনার দিন রাতে  শ্বশুর এরশাদ গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি ধর্ষণের মামলা করেন ভূক্তভোগী ওই নারী।
 র‌্যাব-৬ সাতক্ষীরা এবং যশোর ক্যাম্পের একটি টিম জানতে পারে  আসামি এরশাদ গাজী যশোর সদর থানা এলাকায় আত্মগোপন করে আছেন। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে যশোর জেলার নতুন খয়ের তলা থেকে  তাকে  গ্রেপ্তার করেন  র‌্যাবের সদস্যরা। শুক্রবার সকালে  আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই র‌্যাব কর্মকর্তা।
ক্রেডিট: https://www.dhakareport24.com/

No comments

close