কুমিল্লায় প্রেমিকার বাবার পিটুনিতে প্রেমিক মাহিনের (২০) মৃত্যু।
কুমিল্লায় প্রেমিকার বাবার পিটুনিতে প্রেমিক মাহিনের (২০) মৃত্যু। |
কুমিল্লায় প্রেমিকার বাবা-চাচার পিটুনিতে মাহিন মিয়া (২০) এক তরুণের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন বাবাও।
রোববার (৭ মে) কুমিল্লা আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহিন মিয়া একই গ্রামের হিরণ মিয়ার (৫০) ছেলে।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অধীন ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিস ধরে নিহত মাহিনের সঙ্গে প্রতিবেশী সপ্তম শ্রেণির ছাত্রী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (৪ মে) রাতে কিশোরীর বাবা মুজা মিয়া ও চাচা জাহাঙ্গীর হোসেন কৌশলে মাহিনকে তাদের বাড়িতে ডেকে এনে মারধর করেন। খবর পেয়ে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার সকালে মাহিন কিছুটা সুস্থবোধ করলে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় ফিরে বেলা ১১টার দিকে পুনরায় অসুস্থ পড়েন তিনি।
স্বজনরা তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর শুনে দুপুরে বাবা হিরণ মিয়াও স্ট্রোক করে মারা যান।
ঘটনার পর থেকে মুজা মিয়া ও জাহাঙ্গীর হোসেন পলাতক। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। এজন্য বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মাহিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।
ক্রেডিট: https://www.comillarkagoj.com/
No comments