নিজের মাকে পর পর ৮০ বার ছুরির কো প যুবকের - Jashore24.com

শিরোনাম

নিজের মাকে পর পর ৮০ বার ছুরির কো প যুবকের


নিজের মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ভারতের রাজস্থানে এক যুবক গ্রেফতার হয়েছেন। 

বৃহস্পতিবার রাজ্যের ভিলওয়াড়া জেলায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মঞ্জু (৪৬)। আর ঘাতক যুবকের নাম সুনীল (২৫)।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, সুনীলের মা বিয়েবাড়ি যাবেন বলে নিজের ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গোছানো শুরু করেন। মাকে বিয়েবাড়ি যেতে বাধা দেয় সুনীল। কিন্তু ছেলের কথায় কান দেন না মঞ্জু। 

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রাগের বশে ছুরি দিয়ে মঞ্জুকে হামলা করেন সুনীল। পর পর আশি বার মাকে কোপ দেন সুনীল। 

হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান সুনীল। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। 

যে ছুরি দিয়ে মঞ্জুকে হত্যা করা হয়েছিল, পুলিশ তা উদ্ধার করেছে। হত্যার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সুনীল কম্পিউটার সংক্রান্ত একটি বিশেষ প্রশিক্ষণ নেওয়ার পর বাড়িতেই থাকতেন। কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না। সুনীলের বাবা শংকর লাল পেশায় কৃষক। ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না।

No comments

close